ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আশুলিয়ায় গ্যাসের ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ১৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে নিন্মমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।

সোমবার বিকেলে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন, সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম।

তিতাসের এই কর্মকর্তা জানান, আশুলিয়ার দূর্গাপুর এলাকায় চতুর্থবারের মতো বিভিন্ন বাসা বাড়ির আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছেন তারা। 

এ সময় প্রায় ৪ কিলোমিটার এলাকার ২ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিন্মমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।

তিনি আরও জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় এখানে বারবার অবৈধ সংযোগ প্রদান করছেন অসাধুরা। তবে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি