ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আশুলিয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় এক পোশাক শ্রমিকসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার সকালে শিল্পাঞ্চলের বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়ায় রাস্তা পাড়াপারের সময় ট্রাক চাপায় তাজুল ইসলাম (৩৫) নামে পোশাক শ্রমিক নিহত হয়। সে নীলফামারির জলডাঙ্গা থানার সোলবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে ও  ডেবোনিয়া গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতো।

অপরদিকে, ডেন্ডাবর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ হোসেন (৩২) নামে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়। নিহত জাহিদ হোসেন বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, জামগড়ায় বাস থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, ডেন্ডাবর এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি