ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আসছে নুহাশ হুমায়ূনের ‘গোলাপি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৮:২৬, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন বাংলার প্রয়াত শক্তিমান কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। নির্মাতা নুহাশের এ মিউজিক ভিডিওটির নাম ‘গোলাপি’।

গানটি গেয়েছেন কানাডায় বসবাসরত বাংলাদেশি পপশিল্পী ঈসা ফারুক। যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফারুক ভাই প্রজেক্ট’ নামে পরিচিত। গানটি প্রযোজনা করেছেন নবী মাহমুদ এবং সহযোগিতায় ছিলেন ফাইরুজ নাজিফা।

‘গোলাপি’ গানটি ৯০-এর দশকে বেড়ে ওঠা প্রজন্মের স্মৃতিগুলোকে একটু মজাদার ভঙ্গিমায় তুলে আনা হয়েছে। এতে থাকছে উইন্ডোজ ৯৮, পুরনো ভিডিও গেম, ফ্লিপ মোবাইল ফোনসহ এমন অনেক কিছু।

প্রযোজক নবী মাহমুদ জানান, নব্বইয়ের দশক তো বটেই, গানটি নতুন প্রজন্মের কাছেও বিনোদনের খোরাক হবে। আর এটি শিগগিরই শ্রোতারা উপভোগ করতে পারবেন স্পটিফাই, ইউটিউব (দেখো টিভি) ও সাউন্ডক্লাউডের মাধ্যমে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি