ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬

আসন ছেড়ে দিতে মন্ত্রীত্বের প্রস্তাব করা হচ্ছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৯, ১৮ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে আসার জন্য দল থেকে মন্ত্রীত্ব দেয়ার প্রস্তাব করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

শনিবার বিকালে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর রাজপথ থেকে শুরু করে জাতীয় সংসদ তিনি লড়াই সংগ্রাম করে গেছেন ক্লান্তিহীন। যা দেশের মানুষের অজানা নয়। মূলত দেশোনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে বিএনপির রাজনীতিতে অভিষেক তার। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় তার এগিয়ে চলা। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর রুমিন ফারহানার মনোনয়ন কেন দেওয়া হয়নি তা জানতেও চেয়েছেন। অথচ আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো। যা অনেক কষ্টের। 

তিনি বলেন, এখন দল থেকে তাকে সকাল-বিকেল টেলিফোন করে মন্ত্রীত্ব দেয়ার কথা বলে আসনটি ছেড়ে দেয়ার কথা বলা হচ্ছে। তবে তিনি বলেন, মন্ত্রীত্ব দূরের কথা শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত তিনি এলাকার মানুষকে ছেড়ে যাবেন না। 

তিনি আরো বলেন, এলাকার মানুষ তাকে আজ যেভাবে ফুলের মালা দিয়ে ভালোবাসা দিচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মহান সৃষ্টিকর্তা যেন তার ভাগ্যে বিজয়ের মালা রাখে। 

প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। 

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইতিমধ্যে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি