ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তারিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এবছর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কিছু তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়তে চান তিনি। এরই মধ্যে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন অভিনেত্রী।
তারিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি সরাসরি নির্বাচনে অংশ নেব। যদি মনোনয়ন না পাই, যিনি পাবেন, তার জন্য কাজ করব।
এই অভিনেত্রী জানান, আমরা চাই দেশে উন্নয়নের ধারা বজায় থাকুক। জ্বালাও পোড়াও নয়, আমরা চাই দেশের উন্নয়নের রাজনীতিতে সবাই সম্পৃক্ত হোক।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টিভি দর্শকদের তারিন অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা দিয়ে চলেছেন। তিনি ছোট থেকেই আওয়ামী লীগের সমর্থক। রাজনীতিতে সক্রিয় হন ২০১৩ সালে। এর দুই বছর আগে তিনি ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সঙ্গে যুক্ত হোন। তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনের অন্যতম সদস্য তারিন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি