ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইউএনও হলেন ৮ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ১৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

প্রশাসন ক্যাডারের আট কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করে তাদের চাকরি দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বেগম সুরাইয়া আক্তার সুইটিকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে, বিসিএস প্রশাসন একাডেমি ঢাকার সহকারী পরিচালক মো. মিনহাজুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বেগম তাছলিমা আক্তারকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, সিরাজগঞ্জের কামারখন্দের সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাতকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজাবে রহমতকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে, দিনাজপুরের বোচাগঞ্জের সহকারী কমিনার (ভূমি) সাদিয়া ইসলামকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. নূর নাহার বেগমকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ফৌজিয়া নাজনীনকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন‌্যস্ত করা হয়েছে।

একই আদেশে ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন‌্যস্ত করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি