ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনানীতে তরুণী ধর্ষণ

ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৭, ১৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীতে বাসায় ডেকে এনে তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব নতুন করে এ দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করা হয়।

৪ জুলাই রাতে বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিবে এমন কথা বলে বান্ধবীকে ডেকে এনে ইভার রাতভর আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইভানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুণী। ৬ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।‌পরদিন ৭ জুলাই ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ জুলাই ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে মামলার তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে তার (তরুণীর) বন্ধুত্ব হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাধেই তাকে বাসায় ডেকে আনে ইভান। সেদিন তাকে বাসায় ফিরে আসতে দেয়নি ইভান। আর রাতে খাবার খাওয়ায় এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। তাকে (ইভান) নিষেধ করলে সে একদিন খেলে কিছু হবে না মর্মে জানায়। এরপর রাত দেড়টায় ইভান তাকে ধর্ষণ করে। পরে চিৎকার করতে থাকলে সে রাত সাড়ে ৩টায় আমার ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেয়। তরুণী আরও বলেন, আসামি (ইভান) আমাকে এর আগেও বিবাহের প্রলোভনে ধর্ষণ করে।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি