ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ইসলামপুর উপজেলা আমন চাল সংগ্রহ শুরু

প্রকাশিত : ২০:০৮, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জামালপুরের ইসলামপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ খাদ্যশস্য আমন চাল সংগ্রহ শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।

সোমবার দুপুরে ইসলামপুর খাদ্য গুদামের আয়োজনে চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, খাদ্য উপ-পরিদর্শক রাফ সাম জানী বাবু ও উপজেলা চালকল মালিক সমিতি’র সভাপতি আমিরুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতি কেজি ৩৬ টাকা দরে চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬২০ মেট্রিক টন। এসংগ্রহ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ সাল পর্যন্ত চলবে।

 

কেআই/ টিআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি