ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নেই : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৪০, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ হবে। সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। মাদকমুক্ত দেশ হবে। ছেলে-মেয়েদের সুস্থ জীবন-যাপন করবে। যাতে তারা বিপদগামী না হয়। ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদরে স্থান নেই। আজ শনিবার পটুয়াখালীতে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি। যার মাধ্যমে একটি করে পরিবার স্বাবলম্বি হয় সেটাই করেছি। তিনি আরও বলেন, নিজের ঘরে বসে ইন্টারনেটে বসে কিভাবে আয় করতে পারে সে জন্য আমরা ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছি। যাতে এ প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই বিদেশের কাজ করে অর্থ উপার্জন করতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। সাধারণ মানুষের উপকারে কাজ করে যাচ্ছি। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি