ইহুদি গণহত্যার উস্কানিদাতা ৭ বছর ধরে পালিয়ে আছে বাংলাদেশে
প্রকাশিত : ১৬:০৭, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:২১, ৭ জুন ২০১৭

ইহুদি গণহত্যার উস্কানিদাতা সালমান হোসাইন কানাডীয় পুলিশের পরোয়ানা আর ইন্টারপোলে রেড নোটিশ মাথায় নিয়ে প্রায় সাত বছর ধরে পালিয়ে আছে বাংলাদেশে। তাকে বনানী, উত্তরা ও গুলশান এলাকায় দেখা গেছে বলে খবর দিয়েছে কানাডার গণমাধ্যম। সালমানের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বাংলাদেশ পুলিশ।
বিশ্বের যেখানেই ইহুদি এবং তাদের দোসরদের পাওয়া যাবে সেখানেই হত্যা করা দরকার-সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উস্কানি দিয়ে কানাডায় আলোচিত বাংলাদেশি বংশোদ্ভুত সালমান হোসাইন।
ইহুদিদের হত্যা করতে ইরাক-সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস’র প্রতি আহবানও জানিয়েছে সে।
বাংলাদেশি বংশোদ্ভুত সালমানই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে প্রথমবারের মতো গণহত্যার উস্কানি দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ এনেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।
২০১০ সালের জুলাই মাসে অভিযোগ গঠনের কিছুদিন আগেই সালমান টরোন্টো থেকে উধাও হয়। বিচারে দোষী সাব্যস্ত হলে ১৬ বছর পর্যন্ত সাজা হতে পারে তার।
সালমানকে ধরিয়ে দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড কর্ণার নোটিস জারি করেছে।
গণহত্যার উস্কানি দেয়ার অভিযোগে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল হওয়া এই সালমান ৭ বছর ধরে বাংলাদেশে পালিয়ে আছে। তাকে ঢাকার বনানী, উত্তরা ও গুলশানে আবাসিক হোটেল, রেষ্টুরেন্ট ও কফিশপে যাতায়াত করতে দেখা গেছে বলে খবর দিয়েছে কানাডার গণমাধ্যম।
সালমানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন