ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ইয়াঙ্গুন দুর্ঘটনায় আহত ১০ জনকে দেশে আনা হয়েছে (ভিডিও)

প্রকাশিত : ০৯:৩৭, ১১ মে ২০১৯ | আপডেট: ০৯:৪২, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

 

ইয়াঙ্গুন দুর্ঘটনায় পাইলটসহ আহত ১০ জনকে বিমানের বিশেষ ফ্লাইটে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দেশে আনা হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী। দূর্ঘটনা তদন্তে গঠিত কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিবে বলেও জানান তিনি। 

গেল সপ্তাহের বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ বিমান। দুর্ঘটনায় ৩৩ আরোহীর প্রাণে বেঁচে গেলেও প্রায় সব আরোহীই কম-বেশি আহত হন।

আহতদের মধ্যে বাংলাদেশী ১৫ জন। এর মধ্যে দুইজন করে পাইলট, কেবিন ক্রু ও গ্রাউন্ড ইঞ্জিনিয়ারসহ দশ জনকে নিয়ে শুক্রবার রাতে বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । 

তাদের মধ্যে পাইলটকে ঢাকা সিএমএইচে, তিন জন অ্যাপোলো হাসপাতাল এবং একজনকে বেসরকারী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকী পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ।

আহতদের বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষনিক খোজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি