ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ইয়াবাসহ র‌্যাবের হাতে পুলিশের এসআই গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়েরেছ পুলিশের এসআইসহ  তিনজন।

র‌্যাব-৭ এ দায়িত্বরত এএসপি আমীর উল্লাহ গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে আগ্রাবাদের পাঠানটুলির মদিনা ইলেকট্রনিক্স নামের একটি দোকান তাদেরকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আফাজ উল্লাহ (৪২) হালিশহর থানার এসআই। বাকি দুজন হলেন কুমিল্লার খোরশেদ আলম (২৮) ও শহীদ উল্লাহ মজুমদার (৩৬)।

পূলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আফাজ উল্লাহ হালিশহর থানার এসআই, এটা নিশ্চিত করেছেন ওই থানার ওসি মো. মাহফুজুর রহমান।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি