ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ইয়াবা কারবারি যত শক্তিশালী-ই হোক ছাড় নয়: স্বরাষ্টমন্ত্রী

প্রকাশিত : ২২:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইয়াবা কারবারি যত বড় শক্তিশালী-ই হোক দেশের স্বার্থে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার কক্সবাজারের টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইয়াবা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা উপলক্ষে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্টমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় নয়। আগে দেশ বাঁচাতে হবে। সীমান্ত দিয়ে কোনো প্রকার মাদক ও অবৈধ নাগরিক যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

আত্মসমর্পণকারীদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর কাছে মাফ চান। আপনারা ভাল হয়ে যান। দেশ ও জাতির ভবিষ্যতে এগিয়ে আসুন। আর যারা এখনও আত্মসমর্পণ করেন নাই, তারা দ্রুত আইনের কাছে আত্মসমর্পণ করুন। না হলে ইয়াবা কারবারি যত বড় শক্তিশালী হউক না কেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর উপায় নাই। আমরা বের করবই, আপনারা যেখানেই থাকেন। মামলা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ব্যাপারে কোনো ছাড় আমরা দিব না। কারণ আমাদের দেশ বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলছেন, সে নীতি অবলম্বন করে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু কক্সবাজার নয় সারা বাংলাদেশের মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করব, আইনের মুখোমুখি করব।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সংসদ সদস্য শাহীন আক্তার, জাফর আলম, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফাসহ পদস্থ সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে ১০২ জন তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এসব ইয়াবা কারবারিদের ফুল দিয়ে বরণ করে নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এ সময় ইয়াবা কারবারিরা ৩ লাখ ৫০ হাজারটি ইয়াবা বড়ি ও ও ৩০টি দেশি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড তাজা কার্তুজ জমা দেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি