ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ঈদের দিন ভ্যাপসা গরম রাতে থাকবে বৃষ্টি [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমী বায়ু দুর্বল হয়ে যাওয়ায় ঈদের দিনে খুব বেশী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীতে সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাত হতে পারে। আর সারাদেশে তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে পয়ত্রিশ ডিগ্রী সেলসিয়াস।  

গ্রীষ্মে তীব্র তাপদাহ আর প্রখর রোদের পাশাপাশি রমজানের বেশীরভাগ সময় জুড়েই ছিল বৃষ্টির ঘনঘটা। রোজাদারদের দেহমনে তাই ছিল মোটামোটি প্রশান্তির পরশ।

কিন্তু রোজা শেষে ঈদের দিনে কি থাকবে কালো মুখ করা আকাশ?  ঈদের দিন চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে বৃষ্টি না হলেও ত্রিশ থেকে পয়ত্রিশ ডিগ্রী তাপমাত্রার ভেপসা গরম সহ্য করতেই হবে দেশবাসিকে।

স্বস্তির আবহাওয়ায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়–ক, এমন প্রত্যাশা সবার।

ভিডিও: 

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি