ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঈদে আসছে গোয়েন্দাগিরি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির পর এবার আসন্ন ঈদুল আযহায় একটি বেসরকারি চ্যানেলে‘গোয়েন্দাগিরি’চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখতে পাবেন বিনোদন প্রেমিরা। 
 
সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ১০.১৫ মিনিটে গোয়েন্দাগিরি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখা যাবে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন নির্মাতা নাসিম সাহনিক। মামুনুর ইসলাম প্রযোজিত চলচ্চিত্রটির পরিবেশনায় আছে আম্মাজান ফিল্মস।

সিনেমাটির গল্পে দেখা যায়, একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা , কারও তিন গোয়েন্দা , কারও আবার জেমস বন্ড। যাই হোক তাদের এবারের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পরে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা। তাদের এই অভিযানে রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে তেমনি পাওয়া যাবে টিনএজ খুনসুটি, টিনএজ রোমান্টিসিজম আরও কত কি!

চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা হাসনাইন, কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরি, সীমান্ত আহমেদ, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, শিখা খান,তানিয়া বৃষ্টি,ইশরাত চৈতি,প্রিন্স প্রমুখ। ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে এসেছে গোয়েন্দাগিরি চলচ্চিত্রের অফিসিয়াল ট্রেইলার। 

নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘বেশ প্রস্তুতি নিয়ে ‘গোয়েন্দাগিরি’নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটি ঈদুল আযহা উপলক্ষ্যে একটি বেসরকারি চ্যানেলে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ায় ভালো লাগছে। এর মাধ্যমে দেশব্যাপী দর্শকের কাছে ‘গোয়েন্দাগিরি চলচ্চিত্রটি পৌঁছে যাবে। 
নাসিম সাহনিক আরও বলেন,‘গোয়েন্দাগিরি হচ্ছে শখের গোয়েন্দাদের কাহিনী। বেশ সময় নিয়ে এই চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ করা  হয়। তারপর ধীরে ধীরে এগিয়ে চলে নির্মাণ প্রক্রিয়া। শুটিংএ ব্যবহার করা হয় বৈচিত্র্যময় লোকেশন। ’

প্রযোজক মামুনুর ইসলাম বলেন, ‘আম্মাজান ফিল্ম সিনেমা দর্শকদের জন্য রুচিশীল ও আকর্ষণীয় চলচ্চিত্র উপহার দিতে চায়। সেই প্রয়াস থেকেই নির্মাণ করা হয়েছে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি শিশু-কিশোরদের জন্য একটি অসাধারণ নির্মাণ। এটি এমন একটি চলচ্চিত্র যেটি কীনা বড়দেরকেও শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।’

এই চলচ্চিত্রে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মিম চৌধুরি।‘ম্যাংগোলি চ্যানেল আই সেরা নাচিয়ে’র উপস্থাপিকা হিসেবে আলোচনায় আসেন মিম চৌধুরি। এরপর শাকিব খানের সঙ্গে ‘লাভ এক্সপ্রেস’ও  সরকারি অনুদানের ছবি ‘সুতপার ঠিকানা’নামে দু’টি ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হন মিম। মিম জানালেন, ‘ছবিটির শুটিং এবং ডাবিং এর সময় বেশ মজা হয়েছিল। মিডিয়া অযান্ত্রিক অফিসে বেশ আনন্দের সাথেই আমরা ডাবিং করেছি।
 
তিনি আরও বলেন,‘বড় পর্দায় কাজের অনেক অফার থাকলেও করা হয়নি। কিন্তু ‘গোয়েন্দাগিরি’ ছবিটির কাহিনী একেবারেই আলাদা। হরর থ্রিলারধর্মী। চিত্রনাট্যও অসাধারণ। এজন্যই কাজটি করেছি। ছবিতে আমার চরিত্রের নাম গোয়েন্দা পিংকি। পিংকি অনেকটা জনপ্রিয় কমিক ক্যারাকটের ‘পিংকি’র মতো। বেশ চঞ্চল একটা মেয়ে। সারাক্ষণ ফেসবুকিং আর গসিপিং নিয়ে থাকে। সিডনী শেলডন আর শার্লক হোমসের ফ্যান সে।’

অভিনেত্রী মিম বলেন ‘চলচ্চিত্রটিতে হরর ও সায়েন্স ফিকশনের উপাদানও রয়েছে। তাই ডিটেকটিভ থ্রিলারধর্মী এই চলচ্চিত্রটি তরুণ প্রজন্মকে বেশ আকৃষ্ট করবে। এটির চিত্রনাট্য আমার কাছে অসাধারণ লেগেছে। এই চলচ্চিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
অভিনেতা কচি খন্দকার বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে নির্মাতা চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। আমার চরিত্রটিও ছিল রহস্যে পরিপূর্ণ। দর্শক বেশ উত্তেজনা নিয়েই চলচ্চিত্রটি উপভোগ করবেন। ঈদের দিন বেসরকারি চ্যানেল আইয়ে দেখতে পাবেন বিনোদন প্রেমিরা। 
আই/ কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি