ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদ সামনে রেখে ফ্যাশন হাউজগুলোর কারখানা দিন-রাত ব্যস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪১, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ সামনে রেখে দেশের নামী-দামী ফ্যাশন হাউজগুলোর কারখানা এখন দিন-রাত ব্যস্ত। ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে নানা নকশা ও নামের পোশাক। ক্রয় ক্ষমতার মধ্যে এসব পোশাকের মূল্য রাখার কথাও ভাবছেন ডিজাইনাররা।
এটি একটি ফ্যাশন হাউজের নিজস্ব কারখানা। বাছাইকৃত উন্নতমানের কাপড় কাটা থেকে শুরু করে বুনন ও প্যাকেজিং পর্যন্ত নব কাজই সুনিপুণভাবে করছেন কারিগররা।
এসব প্রতিষ্ঠানের রপ্তানীযোগ্য পোশাক তৈরির সক্ষমতাও আছে। সামনে ঈদ, তাই গুরুত্ব পাচ্ছে দেশীয় চাহিদা।
ডিজাইনারদের মতে, প্রতিবছরই ঈদ কিংবা এ ধরনের উৎসবে বাঙালী পোশাকে বৈচিত্র্য চায়।
ফ্যাশন হাউজগুলোর পোশাকের মূল্য চড়া। এ প্রসঙ্গে ফ্যাশন হাউজ কর্তৃপক্ষের বক্তব্য, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রাখার পাশাপাশি গুণগত মান বজায় রাখাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
ঈদ উৎসবে প্রতিটি ফ্যাশন হাউজই পোশাকে বৈচিত্র্য আনতে প্রায় শ’পাঁচেকের মতো নকশা তৈরি করে থাকে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি