ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

‘উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে ভূমিকা রাখতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, উত্তরাঞ্চলে উৎপাদিত খাদ্য পণ্য সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে।

আজ শুক্রবার রাজধানীর পল্টন টাওয়ারে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে গাইবান্ধার বালাশি ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণে রংপুর বিভাগ সাংবাদিক সমিতিকে আরও তৎপর হতে আহ্বান জানান।

রংপুরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার উত্তরাঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ের ওপর সবাইকে গুরুত্বারোপ করতে বলেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকছাদুর রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান রাঙ্গাঁ এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি