ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি স্থিতিশীল থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ১২ মে ২০২১

Ekushey Television Ltd.

আগামী ২৪ ঘন্টায় উত্তর- পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যমতে,আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পর্যবেক্ষণাধীন ৩৯টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৯ টির, হ্রাস পেয়েছে ১৭ টির, অপরিবর্তিত রয়েছে ০৩ টির।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি