ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিহত সেনা কর্মকর্তাদের দাফন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৪:৪৬, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিহত সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মাহফুজুল হক ও ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত’র দাফন সম্পন্ন হয়েছে।
সকালে বনানীর সামরিক কবরস্থানের এই দুই সেনা কর্মকর্তার দাফনের সময় উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে সৈনিক শাহীন আলমের মরদেহ বগুড়ার আদমদিঘীতে পৌছায় পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা হয়। যোহর নামাজের পর দাফন সম্পন্ন হয়।  অন্যদিকে সেনা সদস্য আজিজুর রহমানের মৃতদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামে এখনো পৌঁছায় নি। এর আগে বুধবার তাদের জানাজা সেনা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি