ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। আজ সোমবার সকাল থেকে দিনব্যপী সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে বিভিন্নস্থানে জনসাধারণের সাথে নির্বাচনী গণ-সংযোগকালে এই আহবান জানান।

নেতা-কর্মী সমর্থক নিয়ে দিদারুল আলম ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চান। গণ-সংযোগকালে আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, সাবেক ইউপি চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা

আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাহার, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, উপ-প্রচার সম্পাদক রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল বারি পিন্টু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনসহ মুরাদপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বারবৃন্দ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি