ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত : ১৮:৩৮, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দর  হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৪টি, কমেছে ১৭৮টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৩৪ কোটি ২ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৩৫৯ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪২টির, আর ২৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি