ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একই সিনেমায় সঞ্জয়-রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে তিনি সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছেন। এবার সঞ্জয় দত্তের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর। পরিচালক করণ মালোহোত্রার পরবর্তী প্রজেক্টে অভিনয় করতে যাচ্ছেন এই দুই সুপারস্টার।

জানা গেছে, ধর্মা প্রোডাকশন থেকে বেরিয়ে এসে যশ রাজ ফিল্মসের সঙ্গে হাত মিলিয়েছেন করণ মালোহোত্রা। ধর্মা প্রোডাকশনের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। এদিকে নতুন এই সিনেমাতে সঞ্জয় এবং রণবীর ছাড়াও অভিনয় করছেন অভিনেত্রী বাণী কাপুর।

এই সিনেমাতে প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন বাণী। যদিও সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে খুব শিগগিরিই শুরু হবে শ্যুটিং।

অপরদিকে রণবীর এখন বেশ ব্যস্ত রয়েছেন সঞ্জয় দত্তের বায়োপিকের কাজ নিয়ে।

উল্লেখ্য, দুই তারকার অভিনয় নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা গেলেও নতুন এই প্রজেক্ট নিয়ে পরিচালক এবং অভিনেতারা এখনও মুখ খোলেননি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি