ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

একটি বিশেষ প্রশ্ন সালমানের পিছু ছাড়ছে না? জানেন কি?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিতর্কিত টিভি শো বিগ বস-১২ নিয়ে আবারও টেলিভিশন উপস্থাপনায় ফিরছেন জনপ্রিয় নায়ক সালমান খান। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই শো।  

মঙ্গলবার গোয়ায় বিগ বস-১২ উদ্বোধনে গিয়েছিলেন সালমান খান। নাচে গানে জমজামাট অনুষ্ঠান হল ঠিকই, পাশাপাশি ভক্ত অনুরাগীদের একটি বিশেষ প্রশ্ন কিছুতেই সালমানের পিছু ছাড়ছে না। যে প্রশ্নের উত্তর তিনি দীর্ঘদিন ধরে দিতে পারছেন না।  

সেই প্রশ্নটি কী সেটা সকলেরই জানা? বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে কিছুটা মজার ছলে বলিউডের এই মোস্ট এলিজিবল ব্যাচেলর বলেন, ‘লোকজন এই প্রশ্নটা আমায় দীর্ঘ বছর ধরে করে আসছেন। আর যাঁরা আমার এই প্রশ্ন করে এসেছেন তাঁরা প্রায় সকলেই বিয়ে করে নিজের জীবন বরবাদ করে ফেলেছেন।’

সালমানের এই উত্তরের ফলেই উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন। এদিনের অনুষ্ঠানে বিগ বসের বিচিত্র জোড়ির বিষয়েও প্রশ্ন ভেসে আসে। উত্তর ‘জোড়ি’ শব্দের ব্যাখ্যা দেন সালমান খান। বলে জোড়ি কথার অর্থ শুধুমাত্র বিবাহিত দম্পতি নয়। এর অর্থ আরও অনেক কিছুই হতে পারে। জোড়ি দুই মহিলা, দুই পুরুষেরও হতে পারে। আবার মামা-ভাগ্নে কিংবা বলিউডের বিশাল-শেখরের মতো জোড়ি হতে পারে।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই অক্টোবর থেকে শুরু হল ‘বিগ বস’ শো’টি। তবে এবার কিছুটা আগেই শুরু হচ্ছে বিগ বস। বিগ বস ১২ দীপিকা কক্করকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। (সূত্রঃ জি২৪)

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি