ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

একনেকে ১১ প্রকল্প অনুমোদন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:০৭, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ভূমি অধিগ্রহণসহ প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।  

অন্য প্রকল্পের মধ্যে রয়েছে সিলেটে হাইটেক পার্কের প্রাথমিক অবকাঠামো নির্মাণ, তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টারে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, রংপুরে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ, কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতু নির্মাণসহ বেশ কয়েকটি সড়ক উন্নয়ন প্রকল্প।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি