ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

এক মাসের ছুটি চেয়েছেন প্রধানবিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৫২, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ সোমবার বিকেলে রাষ্ট্রপতির কাছে এই ছুটির আবেদন করেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়েছেন। ছুটির আবেদনে কাল থেকেই তিনি ছুটিতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

এদিকে, ৩৯ দিন পর মঙ্গলবার খুলছে সুপ্রিম কোর্ট। এদিন থেকেই প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার আবেদন করলেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করবেন তার অবর্তমানে প্রধান বিচারপতি হিসেবে কাকে দায়িত্ব দেয়া হবে।

প্রধান বিচারপতির ছুটিকালীন বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞা কিংবা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অথবা পর্যায়ক্রমে তাদের দুজনকেই প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে।

আগামী বছরের ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চাকরির মেয়াদ শেষ হবে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি