ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

এটা মিথ্যা, দয়া করে আমার প্রতি সুবিচার করুন: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

‘শিক্ষামন্ত্রী বলেছেন, মন্ত্রীরাও ঘুষ খান’-এমন খবরের সত্যতা নেই দাবি করে নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এটা মিথ্যা, অপপ্রচার। দয়া করে আপনারা আমার প্রতি সুবিচার করুন, আমি আপনাদের কাছে সহানুভূতি চাই।  
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ‘মন্ত্রীরাও ঘুষ খান: শিক্ষামন্ত্রী’ সংক্রান্ত সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমন খবর ছড়ানোর বিষয়ে নাহিদ বলেন, ‘এটা মিথ্যা, অপপ্রচার। দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমার প্রতি সুবিচার করুন।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সিঙ্গাপুর-ভারতের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রযুক্তির যুগে প্রশ্নফাঁস সব জায়গাতেই হয়।
আজকের অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দের বিরোধিতা করে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নয় সদস্য (এমপি) ছাঁটাই প্রস্তাব দেন।
বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে ২০১৯ সালের ৩০ জুলাই পর্যন্ত ১৮ হাজার ১৬৬ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি