ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

এনামুল-রুপনের জামিন হবে কীনা জানা যাবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২১ অক্টোবর ২০২০ | আপডেট: ১০:০৮, ২১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ক্যাসিনো ব্যবসায়ী দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়ার জামিন আবেদনের ওপর রায়ের জন্য আজ বুধবার দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

এনামুল ও রুপনের জামিন প্রশ্নে পৃথক রুলের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি। তাঁর ভাই রুপন একই কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।

গত বছরের ২৩ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।

ওই মামলায় জামিন চেয়ে গত ১৫ জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিফল হন এনামুল ও রুপন।

পরে গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন এনামুল ও রুপন।

প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট এনামুল ও রুপনের জামিন প্রশ্নে রুল দেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি