ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

এবার কলকাতার সিনেমায় ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ববি। এবার কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। ‘রক্তমুখী নীলা’ নামে নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করবেন টালিউডের জয়দ্বীপ মুখার্জি।

এই সিনেমায় ববির বিপরীতে রয়েছেন সব্যসাচী মিশরা। আর সঙ্গীত পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাকেশ রোশান। 

এ বিষয়ে ববি বলেন, সম্প্রতি এ সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। অমলাদিত্য ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এ সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো আমি।
এদিকে, ঈদের পর ববি অভিনীত নোলক এবং বেপরোয়া সিনেমার শুটিং আবারও শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে সিনেমা দুটির বেশির ভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। নোলকে শাকিব খানের বিপরীতে এবং বেপরোয়ায় রোশানের বিপরীতে রয়েছেন ববি।

উল্লেখ্য, প্রথমবারের মতো বিজলী নামের একটি সিনেমা প্রযোজনার মধ্য দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান এই লস্যময়ী।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি