ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপিকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।       

একইসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপিকে বিরোধীদলীয় উপনেতা হিসেবেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী আজ বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।    

তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’   

উল্লেখ্য, দশম জাতীয় সংসদে জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ এমপি বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ জাতীয় সংসদের স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ (রংপুর-৩)- কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ি বিরোধী দলের নেতা ও লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২২টি আসন। গত ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে মহাজোটের অংশীদার জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল ঘোষণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংসদের স্পিকারকে চিঠি দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।     

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি