এ্যানির মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
প্রকাশিত : ১৪:৩৯, ১৪ মে ২০১৯

সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও লক্ষীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল প্রশ্নে করা রুল খারিজ করেছে হাইকোর্ট। একইসঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারিক আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।একইসঙ্গে মামলাটি চলতে আইনগত কোন বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবীরা। রুল শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
খুরশীদ আলম খান বলেন, “২০১৬ সালের ১ সেপ্টেম্বর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আবেদনে হাই কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি কেন মামলাটি বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেছিল। “সে রুলটিই আজ খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। ফলে মামলাটি চলতে আইনগত আর কোনো বাধা থাকছে না।”
ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যানির সম্পদের বিষয়ে ২০১৪ সালের জানুয়ারি অনুসন্ধান শুরু করে দুদক। এরপর নয় মাসের মাথায় ৯ অক্টোবর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করেন কমিশনের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ। এ্যানির মোট এক কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে অভিযোগ করা হয় মামলায়। এছাড়া দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তিনি ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ।
২০১৬ সালের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
টিআর/
আরও পড়ুন