ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

এ্যাম্বাসেডর-এট-লার্জ পদে পিএমওতে যোগ দিলেন জিয়াউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ৯ মে ২০২১

মোহাম্মদ জিয়াউদ্দিন

মোহাম্মদ জিয়াউদ্দিন

Ekushey Television Ltd.

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) শেখ হাসিনার এ্যাম্বাসেডর-এট-লার্জ হিসেবে যোগ দিয়েছেন। তিনি পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় এ পদে নিযুক্ত হয়েছেন। সরকার বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে এই পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া জিয়াউদ্দিনের যোগদানের সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে জিয়াউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ্যাম্বাসেডর-এট-লার্জ ছিলেন। তিনি তখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত ছিলেন।- বাসস

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি