ঐতিহ্যবাহী লাঠি খেলা
প্রকাশিত : ১২:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭
চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খেলা, লাঠি খেলা। শরীর চর্চা, বিনোদনের পাশাপাশি এই খেলা ছিল ক্ষমতা ও শৌর্যের প্রতীক। নিয়মিত চর্চার পাশাপাশি এক সময় খেলাটি বর্ষবরন, পূজা-পার্বনসহ নানা উৎসবে বড় পরিসরে আয়োজন করা হতো। অথচ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই লাঠি খেলা।
আবহমান বাংলার প্রাচীন এই খেলার নাম লাঠি খেলা। পরনে বাহারী পোশাক আর হাতে লাঠি। ঘুরছে শাঁই-শাঁই, পন-পন। ঢোলক, ঝুমঝুমি, কাড়া ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে চলছে নাচ।
লাঠি দিয়ে হয় সড়কি, ফড়ে, ডাকাত ডাকাত, বানুটি, বাওই জাক, নড়ি-বাড়িসহ নানা খেলা। খেলোয়াররা তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন ও আত্মরক্ষা করে। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা তাদের নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করতেন।
কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই লাঠি খেলা। কেউ কেউ এ খেলা ছড়িয়ে দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
লাঠি খেলা বিলুপ্তি হওয়ায় তৈরি হচ্ছে না কোন নতুন খেলোয়ার। বাংলার ঐতিহ্যবাহি খেলাটি টিকিয়ে রাখতে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন এখনই পদক্ষেপ না নিলে চিরতরে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এই লাঠি খেলা।
আরও পড়ুন