ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঐশ্বরিয়ার সেই ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলো ঐশ্বরিয়া রাই। নিজের প্রচেষ্টায় হয়ে উঠেছেন  সফল অভিনেত্রী। ১৯৯৪ সালে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন এ অভিনেত্রী। বিশ্ব সুন্দরী হওয়ার পর পরই বলিউডে অভিষেক করেন ঐশ্বরিয়া।

এরপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাই সুন্দরী হয়ে ওঠেন বলিউডের অঘোষিত ‘রানি’।‘দেবদাস’হোক কিংবা ‘জোশ’ কিংবা অব সময় নিজের গ্ল্যামারে ঝলসে দিয়েছেন রাই। সেই ধারা বজায় রয়েছে এখনও। সে কানের রেড কার্পেট হোক কিংবা হালফিলের ‘ফ্যানি খান’, ঐশ্বরিয়া কিন্তু এখনও বলিউডের অন্যতম সেরা সুন্দরী।

সম্প্রতি ঐশ্বরিয়ার একটি কিশোরী বয়সের ছবি ভাইরাল হয়েছে। যেখানে নীল জিন্সের সঙ্গে সাদা ক্রপ টপ পরতে দেখা যায় ঐশ্বরিয়াকে। রাই-এর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ‘ফ্যানি খান’-এ অনিল কাপুরের সাথে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সিনেমায় অনিল কাপুর এবং ঐশ্বরিয়া রাই-এর পাশাপাশি দেখা যায় রাজকুমার রাও-কে। এই সিনেমায় একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করেন রাই। এই সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, ঐশ্বরিয়ার অভিনয় কিন্তু সবার প্রশংসা পায়।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি