ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ওয়াজ মাহফিলে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়িতে ওয়াজ মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে মোজাম্মেল হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হোসেন উপজেলার হরিপুর মাদ্রাসার ছাত্র ছিলেন বলে জানা গেছে।

জৈন্তাপুর থানার ওসি খান মো. ময়নুল জাকির জানান, আমবাড়িতে সোমবার রাতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নি মতাদর্শের লোকজন। এক পর্যায়ে ওয়াজকে কেন্দ্র করে ওই সমাবেশের মধ্যে ওয়াহাবি মতাদর্শের লোকদের সঙ্গে সুন্নি মতাদর্শের লোকদের সংঘর্ষে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই ছাত্র। প্রায় চার ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। তবে পুলিশ আহতদের পরিচয় জানাতে পারেনি ওসি।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি