ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ওষুধের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ওষুধের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন। শনিবার ওয়ান ফার্মার প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ওষুধ উৎপাদনে বিভিন্ন পর্যায়ে কর ছাড় দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর আমাদের দেশের ওষুধের চাহিদা পূরণের জন্য অন্য দেশ থেকে আমদানি করতে হত। কিন্তু বর্তমানে আমরা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্রায় ১৫০টি দেশে ওষুধ রফতানি করছি।

নাসিম বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে ওষুধ রফতানির অনুমোদন পাওয়া খুবই কঠিন। এরপরও আমাদের কয়েকটি কোম্পানি সেখানে ওষুধ রফতানি করছে।

ওয়ান ফার্মা অল্প সময়ের মধ্যে ভালো কিছু অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, কোম্পানিটি ইতোমধ্যে আফগানিস্তান, মিয়ানমার ও ইয়েমেনে ওষুধ রফতানি শুরু করেছে।

এসময় তিনি ওয়ান ফর্মার অগ্রগতির জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জি এম সালেহ উদ্দিন, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি