ওয়াশিংটনকে গঠনমূলক হওয়ার আহ্বান ঢাকার
প্রকাশিত : ১১:৩০, ২৪ ডিসেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রসহ বন্ধু ও অংশীদারদের কাছে এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে গঠনমূলক বিবৃতি দেওয়ার আহ্বান করেছে বাংলাদেশ। রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান করা হয়। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল নিয়ে যুক্তরাষ্ট্রের হতাশার প্রতিক্রিয়ায় পাল্টা হতাশা প্রকাশ করে এই বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতে বলা হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে স্বাগত জানানো হবে। তবে পর্যবেক্ষক হওয়ার জন্য এ দেশের নির্বাচন কমিশনের আইন ও বিধি অনুযায়ী যোগ্যতা সম্পর্কিত শর্ত তাদেরই পূরণ করতে হবে।
বিদেশি পর্যবেক্ষকদের অনেকে এ দেশে নির্বাচন পর্যবেক্ষণ ও ভিসার জন্য আবেদনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। তাই আইন অনুযায়ী তারা যোগ্য নয় বলে বৃবিতে বলা হয়েছে।
এর আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শনিবার ভোরে এক বিবৃতিতে বাংলাদেশের বিরুদ্ধে যথাযথ সময়ের মধ্যে পর্যবেক্ষক পরিচয়পত্র ও ভিসা ইস্যু করতে না পারার অভিযোগ তুলে থাইল্যান্ডভিত্তিক ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের’ (অ্যানফ্রেল) মিশন বাতিলের ঘোষণা দেয়।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মাধ্যমে অ্যানফ্রেলকে অর্থায়ন করেছিল।
এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগামী ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে এ দেশের নিবন্ধিত সব দল অংশ নিচ্ছে। নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন।
এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন। আর বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাচ্ছে। তবে নিশ্চিতভাবে এ ক্ষেত্রে আবেদনকারীকেই নির্বাচন কমিশনের এ সংক্রান্ত আইন ও শর্ত পূরণ করতে হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এ পর্যন্ত বিভিন্ন দেশ ও সংস্থার ১৭৫ জন বিদেশি নির্বাচন পর্যবেক্ষককে ‘অ্যাক্রডিটেশন’ (অনুমতি) দেওয়া হয়েছে। অ্যানফ্রেলসহ বেশ কিছু সংস্থার আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের অ্যাক্রিডিটেশন দেওয়ার প্রক্রিয়া চলছে।
‘এছাড়া নির্বাচন কমিশন ১১৮টি স্থানীয় সংস্থাকে নিবন্ধন এবং ২৫ হাজার ৯২০ জন স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচন পর্যবেক্ষণের আবেদন অনুমোদন করেছে।’
এমএইচ/
আরও পড়ুন