ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ওয়াসার মূল্য নির্ধারণ ও কর্মীদের পারফরম্যান্স বোনাস অবৈধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ১৩:২৭, ১৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বিধি ছাড়া ওয়াসার পানির মূল্য নির্ধারণ এবং কর্মচারীদের পারফরম্যান্স বোনাসের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মো মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন। 

এর ফলে বিধি প্রণয়ন ছাড়া কোনভাবেই পানির মূল্য নির্ধারণ করতে পারবে না ঢাকা ওয়াসা। এ রায়ের ফলে কর্মচারীরা পারফরম্যান্স বোনাসও পাবে না কর্মচারীরা। 

এর আগে ক্যাব পানির মূল্য বৃদ্ধির বিধি চেয়ে ২০২২ সালে হাইকোর্টে রিট করে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুন নাহার লাইজু।

২০২০-২১ অর্থবছরে সব কর্মকর্তা-কর্মচারীকে সাড়ে তিনটি করে মূল বেতন ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ হিসেবে প্রণোদনা দেয়ার ঘোষণা দেয় ঢাকা ওয়াসা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি