ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ওয়েষ্ট ইন্ডিজকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২০:৩৯, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৩৯, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

গায়ানায় ত্রিদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১১৭ রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে ১৪৬ বল হাতে রেখে দারুন জয় তুলে নেয় অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সমান সংখ্যক বলের মোকাবেলায় ৩টি চার আর ১টি ছয়ের মার ছিল ওয়ার্নারের ইনিংসে। এর আগে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় ওয়েষ্ট ইন্ডিজের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন জনসন র্চাস। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিয়ন ৩৯ রানে এবং জাম্পা মাত্র ১৬ রানে নেন তিনটি করে উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি