ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

কওমী মাদ্রাসার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

কওমী মাদ্রাসার সনদ বাতিলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্বয় কমিটি।

রাঙামাটি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। অবিলম্বে কওমী সনদ বাতিলের দাবি জানান তারা। বক্তারা বলেন, এই সনদ বাতিল করা না হলে, সব মাদ্রাসার পাঠ্যক্রম একই সিলেবাসের আওতায় আনতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়া হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি