ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কক্সবাজারে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০০, ২১ মে ২০১৭

Ekushey Television Ltd.

চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং শাস্তির দাবীতে কক্সবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখা।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের সামনে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেসময় বিএমএ কক্সবাজার জেলা সহসভাপতি ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ডা. মাহাবুবুর রহমান, সহসভাপতি ডা. বিধান পাল। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে গত ১৮ মে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি