কক্সবাজারে ৫ অস্ত্রসহ আটক ২
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১৭:৪৭, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০১, ২৮ মে ২০১৭
				
					কক্সবাজারের গোমাতলী থেকে ৫টি অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র্যাব। 
র্যাব-৭ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানায়, সকালে অবৈধ অস্ত্র মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি চিংড়ি ঘেরে অভিযান চালায়। সেসময় তল্লাশী করে দেশীয় ৫টি অস্ত্র, ২টি কিরিচ ও ৩টি গুলির খোসাসহ কলিমউল্লাহ ও রফিকুল ইসলাম নামে ২ সন্ত্রাসীকে আটক করা হয়।  
আরও পড়ুন
				        
				    









