ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

কন্যাসন্তানের বাবা হলেন আফতাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি ও তাঁর স্ত্রী নিন দুসানি। এক টুকরো স্বর্গ যেন নেমে এসেছে তাদের ঘরে। এখন তাঁরা গর্বিত অভিভাবক এবং তাদের পরিবারের সদস্য বেড়ে দাঁড়িয়েছে তিনে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে একটি দুর্দান্ত ছবি শেয়ার করেন আফতাব। যাতে নবজাতকের দুই পা দম্পতির হাতের ভালোবাসাচিহ্নে আঁকা। 

উল্লেখ্য, ২০১৪ সালে আফতাব ও নিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ছয় বছর পর প্রথম সন্তান এলো তাঁদের কোলজুড়ে।

আফতাবকে সর্বশেষ অশ্বিনী চৌধারির ‘সেটলারস’ চলচ্চিত্রে দেখা গেছে। এতে আরো অভিনয় করেছেন শ্রেয়াস তলপারে, ইশিতা দত্ত প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি