ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫

কমেছে সারের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ডিলার এবং কৃষক পর্যায়ে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমানো হয়েছে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘এ মৌসুমে খুব দ্রুত সময়ে এ মূল্য কার্যকর হবে।’

তিনি বলেন, ‘এখন কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মুল্য প্রতি কেজি ২৫ টাকা হতে কমিয়ে ১৬ টাকা এবং ডিলার পর্যায়ে প্রতিকেজি ২৩ টাকা হতে কমিয়ে প্রতিকেজি ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।’ 

সারের দাম কমানোয় সরকারকে অতিরিক্ত ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর সরকার কৃষি কাজের সারে কৃষকদের সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’

মন্ত্রী জানান, সরকার কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, সুষম সার ব্যবহারের কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশবান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সারের মূল্য পুনরায় কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি