ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কলকাতায় বাংলাদেশি চলচ্চিত্র উৎসব শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতায় চার দিনের বাংলাদেশি চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৪টা থেকে ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এই উৎসব।  

আকা রেজা গালিব নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ‘কালের পুতুল’ প্রদর্শনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া (পূর্বাঞ্চল শাখা) উৎসবটি আয়োজন করেছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী নাট্যকার-অভিনেতা ব্রাত্য বসু ও বাংলাদেশের টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সম্পর্কে ফরিদুর রেজা সাগর বলেন, বাংলা ছবি নিয়ে আমরা দুই বাংলাতেই স্বপ্ন দেখছি। সবাই মিলে চেষ্টা করছি বাংলা ছবিকে আরও সম্মানিত স্থানে নিয়ে যেতে। তাই এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের প্রথম দিন দেখানো হয় জয়া আহসানের ‘খাঁচা’। এছাড়াও ‘কালের পুতুল’ ও তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ দেখানো হয়। একই দিন সন্ধ্যায় আবু সাইয়ীদের ‘ড্রেসিং টেবিল’ দেখানো হয়। 

আজকে দেখানো হবে মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ( ২৭ জুন) এবং ইফতেখার আহমেদ ফাহমির ‘টু বি কনটিনিউড’ (২৭ জুন ৪টা ও ৭টা)।

অনুষ্ঠানের শেষ দিন (২৮ জুন) অরুণ চৌধুরীর ‘আলতা বানু’ এবং অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্র দুটি যথাক্রমে বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় দেখানো হবে।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি