ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বৈরী আবহাওয়া

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১১:৪৩, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আবহাওয়া অনুকূলে না থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ঈদে ঢাকাগামী মানুষের অতিরিক্ত চাপ থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঝড়ো বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। এদিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানা গেছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে বাতাস শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠে। তাই দুর্ঘটনা এড়াতে সাড়ে আটটা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল করছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি