ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

কাব্যকুহুকের পরিবেশনায় অনুষ্ঠিত হলো ‘কাব্য-সুরে বর্ষা বিদায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আবৃত্তি সংগঠন কাব্যকুহুক ও পারফরমার্স ক্লাব’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো আবৃত্তি প্রযোজনা ‘কাব্য-সুরে বর্ষা বিদায়।’ বর্ষার বিদায়ক্ষণকে কেন্দ্র করে কবিতা ও সুরের মনোমুগ্ধকর এই আয়োজনে দর্শক-শ্রোতারা উপভোগ করেন ভিন্নধর্মী পরিবেশনা। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কবিতা পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য, বেদনা ও আবেগের ছবি ফুটে ওঠে। পরবর্তী ধাপে আবৃত্তি শিল্পী ফারহানা তৃনার একক আবৃত্তি, সংগীত ও সমবেত পরিবেশনা মিলিয়ে দর্শকরা উপভোগ করেন বর্ষার নানা রূপ—ঝরঝরে বৃষ্টি, কদমফুলের সৌরভ, গ্রামীণ জীবনের দৃশ্যপট, বিদায়ের ব্যথা ও নতুন ঋতুর আগমনী সুর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বাণী দেন আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। আবৃত্তির পাশাপাশি আবহ সংগীতে ছিলেন আনিকা। কাব্যকুহুকের নবীন ও শিশুশিল্পীদের অংশগ্রহণ এই আয়োজনকে দেয় এক অনন্য মাত্রা।

কাব্যকুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, ‘বর্ষা বিদায় মানেই শুধু ঋতুর পরিবর্তন নয়; এর ভেতরে থাকে মানুষের হৃদয়ের গভীর আবেগ ও স্মৃতির মেলবন্ধন। আমরা চেষ্টা করেছি আবৃত্তি ও সুরের ভেতর দিয়ে সেই আবেগ দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। এ আয়োজন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাসই আমাদের অনুপ্রেরণা।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি