কার্ড না থাকলেও ভোটার আইডির নম্বর মিলছে উন্নয়ন মেলায়
প্রকাশিত : ১৪:৩৫, ৬ অক্টোবর ২০১৮

যারা এখনও ভোটার আইডি কার্ড (পরিচয়পত্র) হাতে পান নি কিন্তু পরিচয়পত্র গ্রহণের রশিদ পেয়েছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে ভোটার আইডি নম্বর মিলছে জাতীয় উন্নয়ন মেলায়। নম্বরের পাশাপাশি ভোটার আইড কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরামর্শ মিলছে এ মেলায়।
রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁও বাণিজ্য মেলার মাঝে তিনদিনব্যাপী এ মেলার আজ শনিবার শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন। শেষ দিনে মেলা ঘুরে দেখা যায়, মেলার ‘সিনিয়র জেলা নির্বাচন অফিস’ স্টলে আগন্তুকদের ভিড়। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ নারী-পুরুষ লাইন ধরে এ স্টল থেকে বিভিন্ন সেবা ও পরামর্শ নিচ্ছেন।
মেলায় আসা তিতুমীর কলেজের শিক্ষার্থী আসফাকুন্নবী কামরান বলেন, আমি মেলায় এসেছি। গ্রামে আমার ভোটার আইডি করার জন্য গিয়েছিলাম। তথ্য উপাত্ত দিয়ে এসেছিলাম। পরে ঢাকায় চলে আসার কারণে ভোটার আইডি কার্ডটি হাতে পায়নি। এখন আমার একটি কাজে ভোটার আইডি নম্বর জরুরি দরকার। তাই মেলায় এসেছি পরামর্শ নিতে। আমার কাছে থাকা স্লিপ দেখিয়েছি। এরা আমার কার্ড না দিতে পারলেও নম্বর জানিয়ে দিয়েছেন। এখন ঢাকা থেকেই আমার নম্বর প্রয়োজনীয় কাজটি সমাধান করে ফেলতে পারবো। এতে আমার খুবই ভাল লাগছে।
মেলায় রাজধানীর ডেমরা এলাকা থেকে এসেছেন পারভেজ। তিনি বলেন, আমি আমার আগের কার্ডটি পেয়েছি। কিন্তু ডিজিটাল স্মার্ট কার্ডটি এখনও পায়নি। কার্ডটি কিভাবে পেতে পারি সে জন্য জানতে এসেছি।স্টলের পরামর্শকরা আমার ওই এলাকার নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলেছেন। সেখানে ফিঙ্গার ছাপসহ প্রয়োজনীয় তথ্য দিলে মুহুর্তে স্মার্ট কার্ড পাওয়া যাবে বলে জানিয়েছেন।
স্টলে পরামর্শ দিচ্ছেন আব্দুল আজিজ। তিনি বলেন, এখানে আমরা ভোটার সংক্রান্ত সব ধরনের পরামর্শ ও তথ্য সরবরাহ করছি। এছাড়া ইভিএমন ম্যাশিনের ব্যবহার সম্পর্কে সবাইকে সচক্ষে ধারণা দিচ্ছি। আমরা ম্যাশিনগুলো ধরে ধরে দর্শনার্থীদের দেখাচ্ছি।
/ এআর /
আরও পড়ুন