ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কার সঙ্গে বিজয়া কাটল প্রিয়ঙ্কার, জানেন?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:০৯, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিঁদুরে মাখামাখি তাঁর মুখ। পরনে লাল-সাদা শাড়ি। মানানসই সাজে নিজেকে আকর্ষণীয় করে বিজয়া দশমী উদযাপন করলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।    

কিছুদিন আগেই অভিনেতা রাহুলের সঙ্গে প্রিয়ঙ্কার দাম্পত্য কলহ প্রকাশ্যে এসেছিল। তাঁদের সমস্যা গড়ায় আদালত পর্যন্ত। কিন্তু দুর্গা পুজোতে সেই মন খারাপকে পিছনে ফেলে এগিয়ে গেছেন এই নায়িকা।

নিজের পাড়ার পুজো অর্থাৎ বাঘাযতীন তরুণ সঙ্ঘে পুজোর দিনগুলো কাটিয়েছেন তিনি। এছাড়া তিনি ছিলেন ওই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বিজয়াতেও তার ব্যতিক্রম হল না।

ছেলে সহজ তো প্রিয়ঙ্কার সঙ্গে ছিলই। তবে সিঁদুর খেলায় প্রিয়ঙ্কার সঙ্গী ছিলেন বিশেষ তিন অতিথি। তাঁরা হলেন পরিচালক অরিন্দম শীল। মডেল তথা অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।

চলতি পুজোয় মুক্তি পেয়েছে অরিন্দমের ‘ব্যোমকেশ গোত্র’। সেই ছবিতে প্রিয়ঙ্কা এবং বিবৃতি দু’জনেই অভিনয় করেছেন। ছবি পছন্দ করেছেন দর্শকদের একটা বড় অংশ। সেই খুশিই মিশে গিয়েছিল সিঁদুর খেলাতেও। সূত্র: আনন্দবাজার  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি