ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আনিস (২০)। সে ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া মিয়ারহাটি গ্রামের আরাফাত মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বুলবুল চৌধুরীর সঙ্গে একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল।

সোমবার সকালে একটি পুকরের পাড়ে মাটি ভরাটকে কেন্দ্র করে উভয় পক্ষই সংঘর্ষে জড়ায়। প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় আনিস নামের ওই যুবক। তিনি বুলবুল চৌধুরী গ্রুপের সমর্থক।

মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ধাওয়া করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।

 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি