ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কুমিল্লায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লা সদর উপজেলার ধনুয়াখলা গ্রামে মোবারক হোসেন (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন ধনুয়াখলা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মোবারক হোসেন ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাসার জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত নন ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান রুবেল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি